Facebook SDK

আমার মনে যারে চাই.
সেতো আমায় বোঝেনা,
আমারে ছারিয়া কার প্রেমেতে হইল দিওয়ানা গো.
আমারে ছারিয়া কার প্রেমেতে হইল দিওয়ানা।
ওরে মন মনরে বুঝিসনা কেন হায়, সেতো আর আসবেনা ফিরে।
সেতো সুখ খুজে বেড়ায়া নতুন কোনো মানুষের মাঝারে।

আসি বলে গেল বন্ধু আইলোনা গো,
যাওয়ার কালে প্রান বন্দে নয়ন তুইলা চাইলোনা।
যাওয়ার কালে প্রান বন্দে নয়ন তুইলা চাইলোনা।
আসি বলে গেলো বন্ধু আইলোনা গো,
আসি বলে গেলো বন্ধু আইলোনা গো।
বন্ধুয প্রেমে মতোয়ারা হইয়া এখন দিশেহারা,
সবই হইল কুলবন হারা যাবোগো কোথায়।
আমার মনের এক কিনারায় কেগো দুখের বাশি বাজায়.
সব আছে মোর তুমি ছাড়া বাছা বড় দায়। ।
। । । দুখের সাথি কেউ হইলনা সুখের মায়ায় পরে,
আমি একাই দুখের সাথি রইলাম একা ঘরে ।
ওরে মন মনরে বুঝিসনা কেন হায়,
সেতো আর আসবেনা ফিরে।
সেতো সুখ খুজে বেড়ায় নতুন কোনো মানুষের মাঝারে।
আসি বলে গেলো বন্ধু আইলোনা গো,
আসি বলে গেলো বন্ধু আইলোনা।
যাওয়ার কালে প্রান বন্দে নয়ন তুইলা চাইলোনা,
যাওয়ার কালে প্রান বন্দে নয়ন তুইলা চাইলোনা।
আসি বলে গেলো বন্ধু আইলোনা গো,
আসি বলে গেলো বন্ধু আইলোনা।